২১ নভেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::ভোলায় ১০ পিচ ইয়াবাসহ নাগর নামের এক যুবককে আটক করেছে ভোলা সদর থানা পুলিশ। ভোলা সদর থানা পুলিশের উপপরিদর্শক কেএম আব্দুল হক বলেন সম্মানিত পুলিশ সুপার, ভোলা মহোদয়ের নির্দেশক্রমে ও মোঃ এনায়েত হোসেন (অফিসার ইনচার্জ)ভোলা সদর মডেল থানা এর তত্বাবধায়নে আমি এসআই(নিঃ)/কেএম আবদুল হক সংঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ইং ২৪/১১/১৯ খ্রিঃ ভোলা সদর থানাধীন রতনপুর ৭নং ওয়ার্ডস্থ জনৈক হাসান জমাদ্দার বাড়ীর নাগর এর বাসার সামনে হইতে অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ নাগর (৪২), পিতা-মোঃ আঃ রহমান, সাং-রতনপুর, ০৭নং ওয়ার্ড, শিবপুর ইউনিয়ন, থানা ও জেলা-ভোলাকে ১০ (দশ) পিচ ইয়বাসহ গ্রেফতার করি। তাকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হবে।