২১ নভেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন,খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা মামলার রায়ে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একইসাথে পুত্র এরফান আলী (২৯) কে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। ২০ নভেম্বর বুধবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান এই রায় দেন।
২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারী খাগড়াছড়ির রামগড়ে সদু কার্বারী পাড়ার বাগান টিলা এলাকার মাদকাসক্ত ছেলে মাদক সেবনের টাকা না পেয়ে এরফান আলী নিজ ঘরে ঘুমন্ত পিতা জসিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত জসিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম পুত্র এরফান আলীকে আসামী করে রামগড় থানায় হত্যা মামলা রুজু করেন।
পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ ১০ জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করেছেন।