২১ নভেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশালে র্যাব-৮ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, বিদেশী পিস্তল ও মাদক উদ্ধার।
১৯ নভেম্বর ২০১৯ তারিখ বরিশাল মহানগরীর বিমানবন্দর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল রানা সরদার@গাঁজা সোহেল(৩৭)’কে গ্রেফতার পূর্বক স্থানীয়দের উপস্থিতিতে তার ভাড়াটিয়া বাসায়, সাং-বাগিয়া (মোঃ কালাম, পিতা-হযরত আলী মুন্সী এর বাড়ীর ভাড়াটিয়া), ২৯ নং ওয়ার্ড, বিমানবন্দর থানা, বরিশাল তল্লাসী অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সাক্ষীগণের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে তার নিকট মাদক ও অস্ত্র রয়েছে। সাক্ষীগণের উপস্থিতে তার বাসা থেকে (ক) ০১ টি বিদেশী পিস্তল, (খ) ০১টি ম্যাগাজিন, (গ) ০৫ রাউন্ড এ্যামোনিশন, (ঘ) ৭২ পিস ইয়াবা ট্যাবলেট এবং (ঙ) ০.২১৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।
ধৃত আসামী তার নাম (১) সোহেল রানা সরদার@গাঁজা সোহেল (৩৭), পিতা-মোঃ আবু বক্কর সর্দার, সাং-দক্ষিণ ধামুরা, থানা-উজিরপুর, জেলা-বরিশাল বর্তমান সাং-বাগিয়া ২৯ নং ওয়ার্ড, বিমানবন্দর থানা, বিএমপি, বরিশাল বলে জানায়। উল্লেখ্য তার নামে বিভিন্ন থানায় ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ অন্যান্য দশটির অধিক মামলা রয়েছে। র্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ব্যাপারে র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন ।