২১ নভেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ তেঁতুলিয়া হাট-বাজারগুলোতে লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়বে। দাম বেশি নেওয়ায় এক দোকানীকে ২ হাজার টাকা জরিমানা সহ শালবাহান বাজার থেকে পুলিশ ৭ বস্তা লবণ জব্দ করেছে।
গতকাল মঙ্গলবার সকালে হঠাৎ করে লবণের দাম বাড়বে এমন গুজব গ্রাম-গঞ্জে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লে জনসাধারণ নিজ সামর্থ অনুযায়ী ২ কেজি থেকে ২০ কেজি পর্যন্ত লবণ কিনে রাখেন। শালবাহান বাজারের সবচেয়ে বড় মুদিখানা ব্যবসায়ী মাজেদুলের দোকানে জনসাধারণের ভিড় সামলাতে রীতিমত খাতা কলমে অগ্রিম সিরিয়াল লিখে টাকা জমা নিয়ে লবন সরবরাহ দিতে হিমসীম খেতে দেখা যায়। এরই সুযোগে উপজেলার অন্যান্য হাট-বাজারে খোলা লবণ প্রতি কেজি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা এবং পেকেটজাত লবণ ৪০ থেকে ৬০ টাকা কেজি দাম হাকিয়ে বিক্রি করেন। ফলে মুহূর্তের মধ্যে মুদিখানার দোকানগুলোতে লবণের কৃতিম সংকট সৃষ্টি হয়।
এখবর শোনে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু) এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার (ভার) মাসুদুল হক ও অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম সংগীয় পুলিশ নিয়ে উপজেলার ভজনপুর, শালবাহান, তিরনইহাট ও চৌরাস্তা বাজারে মজুদ দোকানীদের বিরুদ্ধে অভিযান সহ লবণের দাম বাড়বে না বিষয়ে জনগণকে সচেতন করেন। এসময় ৪নং শালবাহান ইউনিয়নের বড় দলুয়াগছ বাজারে প্রতি কেজি লবণ ৮০ টাকা দামে বিক্রির অভিযোগে শ্রী রায়মোহন রায়কে মুদিখানার খানার ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিকাল চার ঘটিকায় উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের লবণ সহ অন্যান্য পণ্য ন্যার্য মূল্যে বিক্রির জন্য মাইকিং করে জনসাধারণকে গুজবে কান না দেবার বিষয়ে সচেতন করেন।
এব্যাপারে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভার) মাসুদুল হক বলেন, লবণের দাম বাড়ার বিষয়টি সম্পুন্ন গুজব ছিল। এ ঘটনায় উপজেলা পরিষদ ও প্রশাসনের পৃথকভাবে জনসচেতনতা অভিযানে শালবাহান বাজার থেকে তেঁতুলিয়া থানা পুলিশ ৭ বস্তা লবণ জব্দ করেন। এছাড়া বড় দলুয়াগছ বাজারে এক ব্যবসায়ী লবণের দাম বেশি নেওয়ায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি কোন বাজারে যে কোন পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেবার কথাও জানান। # ১৯.১১.২০১৯