২০ নভেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র তেতুলিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে চৌরাস্তা বাজারে মেসার্স হাসান ফার্নিচারে আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, সদস্য আলমগীর হোসাইন প্রমূখ। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে বক্ততারা বলেন, সকল ভেদাভেদ ভুলে দলকে তৃণমুল থেকে নতুন সাজিয়ে ত্যাগী নেতাকর্মিদের মুল্যায়ন করে আগামি আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। বক্তারা আরও বলেন, সরকার বাজার নিয়ন্ত্রন করতে ব্যার্থ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ পিয়াজের মুল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং অনতিবিলম্বে পিয়াজের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে জোড় দাবী জানান।