২১ নভেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকার একটি খাল থেকে মো. সবুজ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. সবুজ পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া এলাকার জাকির হোসেনের ছেলে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, সবুজ, রাজু ও বশির নামে তিন কিশোর বলেশ্বর নদীতে মাছ ধরতে যায়। রাতের কোনো এক সময় নৌকায় ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তাদের নৌকা ডুবে যায়। এসময় অন্যরা তীরে উঠে এলেও সবুজ তলিয়ে যায়।
পরে রাত সাড়ে ১১টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়না-তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।