২১ নভেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। ১৮ নভেম্বর, সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবীর। নিহত ব্যক্তিরা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে জানা গেছে।
তিনি বলেন, জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) অন্তঃ কোন্দলের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।