২১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:
নওগাঁ সদর উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদরী বেগম (২৫) ও তার মেয়ে সুমি (৬)। তারা সদর উপজেলার চক আতিতা গ্রামের বাসিন্দা।
নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে নওগাঁ শহরের দিকে আসছিল। পথিমধ্যে ডাক্তারের মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে একটি ট্রাক সামনের দিক থেকে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।