২১ নভেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:
রাজধানীর শাহআলী থানাধীন হাজি রোড ঝিলপাড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় হাফেজ মিয়া নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলেই মারা যাওয়া হাফেজ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে শাহআলী থানা পুলিশ।
হাফেজ তার মা পাখি বেগমের সঙ্গে ঝিলপাড় বস্তিতেই থাকতো। বাবা হানিফ মিয়া পেশাগত কারণে থাকেন চট্টগ্রামে। তাদের বাড়ি ভোলায়।
শাহআলী থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদি হাসান জানান, সকাল সোয়া ১০টার দিকে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান হাফেজকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শাহআলী থানা পুলিশ৷
ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা গেলেও পালিয়ে যায় চালক। তাকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পলাতক কাভার্ডভ্যান চালকের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
মেহেদি হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা আসার পর মামলা করা হবে