২১ নভেম্বর ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নরসিংদী প্রতিনিধি ,, নরসিংদীর পলাশ উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে জমির উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চর আলীনগর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আরিফ মিয়া (২৮) পলাতক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে আরিফ মিয়ার তিন বিয়ে করার বিষয় নিয়ে দুপুরে সালিশ বসানো হয়। বৈঠকে আরিফ মিয়া তার প্রথম স্ত্রীকে ত্যাগ করার কথা বললে জমির উদ্দিন এতে আপত্তি জানান। এর জের ধরে বৈঠক শেষে বাড়ি ফেরার পথে ক্ষিপ্ত আরিফ মিয়া ছুরি দিয়ে জমির উদ্দিনকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আরিফ মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।