২২ জানুয়ারী ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন, ২১শে রজব, ১৪৪৬ হিজরি, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বরগুনা প্রতিনিধি :: নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বরগুনায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, সোমবার রাত ১০টার দিকে আয়লা পাতাকাটা ইউনিয়নের লাঙ্গলকাটা গ্রাম থেকে নিজাম মির নামে এই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন।
লাঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর আত্মীয়-স্বজন থানায় জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি আবির প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, মিজান তার মেয়েকে দীর্ঘদিন ধরে যৌননিপীড়ন করে আসছিলেন। গত ৭ নভেম্বর বেলা ২টার দিকে বাড়িতে কেউ না থাকায় নিজাম তাকে ধর্ষণ করেন। পরে আরও কয়েকবার ধর্ষণের চেষ্টা করলে শিশুটি তার মা ও আত্মীয়-স্বজনকে জানায়। তারা বিষয়টি থানায় জানালে তাকে গ্রেপ্তার করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজাম তার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।”
এ বিষয়ে পুলিশ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।