২৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ক্রমশ শক্তি হারানোর পরিপ্রেক্ষিতে দেশের সব সমুদ্রবন্দর থেকে মহাবিপদ সংকেত প্রত্যাহার করে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ক্রমশ শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের সব সমুদ্রবন্দর থেকে মহাবিপদ সংকেত প্রত্যাহার করে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পরিবর্তে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর নদীবন্দরগুলো দুই নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাবে।
আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকাস্থ আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমদ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
আবহাওয়াবিদ শামসুদ্দিন আহমদ আরো বলেন, ‘বর্তমানে ঘূর্ণিঝড় বুলবুল স্থল নিম্নচাপ হিসেবে বাগেরহাট-পটুয়াখালী-খুলনা অঞ্চলে অবস্থান করছে। বাংলাদেশে কোথাও আর মহাবিপদ সংকেত নেই। যা আছে তাহলো তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সেটি দমকা ও ঝড়ো হাওয়া এবং মাঝে মাঝে বৃষ্টির জন্য।’