২১ নভেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির গুইমারাতে পাহাড় কাটা’সহ বিভিন্ন অপরাধে দুই ব্যক্তিকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার কালাপানি ও পশ্চিম বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুষার আহমেদ।
এসময় অবৈধ ভাবে পাহাড় কেটে কাঠের ঘর নির্মাণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ সালের ৬এর(খ) ধারায় কালাপানি-আমতলী এলাকার বাসিন্দা মোঃ মজিবর(৩৫), পিতা মোহাম্মদ উল্লাহ’কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও এমবিবিএস ডিগ্রী ব্যতীত ডাক্তার পদবী ব্যবহার করায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন-২০১৩ এর-১ ধারায় পশ্চিম বড়পিলাক এলাকার বাসিন্দা মোঃ দলীল উদ্দিনের ছেলে মো. ছরোয়ার হোসেন’কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এসময় গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়–য়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজ কুমার শীল’সহ স্থানীয় নেতবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুষার আহমেদ জানান, পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধ ভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনে কাউকে ছাড় দেয়া হবেনা। আইনগত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারাতে পাহাড় কাটা’সহ বিভিন্ন অপরাধে দুই ব্যক্তিকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার কালাপানি ও পশ্চিম বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুষার আহমেদ।
এসময় অবৈধ ভাবে পাহাড় কেটে কাঠের ঘর নির্মাণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ সালের ৬এর(খ) ধারায় কালাপানি-আমতলী এলাকার বাসিন্দা মোঃ মজিবর(৩৫), পিতা মোহাম্মদ উল্লাহ’কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও এমবিবিএস ডিগ্রী ব্যতীত ডাক্তার পদবী ব্যবহার করায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন-২০১৩ এর-১ ধারায় পশ্চিম বড়পিলাক এলাকার বাসিন্দা মোঃ দলীল উদ্দিনের ছেলে মো. ছরোয়ার হোসেন’কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এসময় গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়–য়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজ কুমার শীল’সহ স্থানীয় নেতবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুষার আহমেদ জানান, পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধ ভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনে কাউকে ছাড় দেয়া হবেনা। আইনগত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।