২০ নভেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
চলমান শুদ্ধি অভিযানই প্রমাণ করে বর্তমান সরকার দুর্নীতিবাজ, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন মির্জা ফখরুল। এ সময়, খালেদা জিয়া দেশে-বিদেশে যেখানে চিকিৎসা নিতে চান তাকে চিকিৎসার সুযোগ দেয়ার দাবিও জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে থাকায়ই শুদ্ধি অভিযান চালাতে হচ্ছে সরকারকে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি যাতে জামিন না পান সরকার সেই চেষ্টাই করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
বেগম খালেদা জিয়ার ইচ্ছানুযায়ী চিকিৎসার সুযোগ দেয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব।