২১ নভেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
পিরোজপুর ভান্ডারিয়া জাল পাতা নিয়ে প্রতিপক্ষ জেলের পিটুনিতে ১ জেলে নিহত হয়েছে

পিরোজপুর ভান্ডারিয়া জাল পাতা নিয়ে প্রতিপক্ষ জেলের পিটুনিতে ১ জেলে নিহত হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ার পোনা নদে চরগড়া জাল পাতা নিয়ে বিরোধে প্রতিপক্ষ জেলের পিটুনীতে রফিকুল হাওলাদার (২৩) নামে এক জেলে নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আব্দুল মন্নান মুন্সী (৫৫) নামে প্রতিপক্ষ এ জেলে রফিকুলকে পিটিয়ে পোনা নদীবক্ষে ফেলে দিলে সে নিখোঁজ হয়। পরে এ ঘটনার চার ঘন্টা পর রাত দশটার দিকে বরিশাল ফায়ার সার্ভিস এর ডুবুরী দল পোনা নদী বক্ষে তল্লাশী চালিয়ে নিহত ওই জেলের লাশ উদ্ধার করে। নিহত জেলে রফিকুল হাওলাদার উপজেলার লক্ষিপুরা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, নদীতে অবরোধ থাক্য়া স্থানীয় লক্ষিপুরা গ্রামের জেলে রফিকুল হাওলাদার ভান্ডারিয়া শহর সংলগ্ন পোনা নদে শুক্রবার সন্ধ্যায় চরগড়া জাল দিয়ে মাছ শিকারের চেষ্টা চালায়। এসময় একই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে জেলে আব্দুল মন্নান মুন্সী বাাঁধা দেন। এ নিয়ে দুই জেলের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায় আব্দুল মন্নান জেলে রফিকুলকে পিটিয়ে পোনা নদী বক্ষে ফেলে দেয়। এরপর রফিকুল নদী বক্ষে নিখোঁজ হলে স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়ে নদীবক্ষ হতে নিহত জেলের লাশ উদ্ধার করে।
বরিশাল ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা সরাফত আলী তুহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৮ জনের একটি ডুবুরী দল নদীতে অভিযান চালিয়ে নিখোঁজের চারঘন্টা পর রাত দশটার দিকে ওই জেলের লাশ উদ্ধার করে। নিহত জেলের লাশ ভা-ারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম মাকসুদুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, নিহত জেলের লাশের ময়নাতদন্তের পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতে বাবা মোতালেব হাওলাদারের বাদী হয়ে থানায় মামলা দায়েল করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019