২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আগামী ২০ অক্টোবর থেকে নগরীর ৩০টি ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলন শুরু হবে। যা শেষ হবে ১৫ নভেম্বর। এসময়ের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন কমিটি হবে। পাশাপাশি মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদককে বহিস্কারের জন্য কেন্দ্রে চিঠি প্রেরনের সিদ্ধান্ত হয়েছে।আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে নগরীর সার্কিট হাউস এর ধানসিঁড়ি,মিলনায়তনে শনিবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন- বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন।এছাড়াও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের দলীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় আসন্ন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পূর্বে মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ডে সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া সম্মেলন ১৫ নভেম্বরের মধ্যে শেষ হবে। এর মধ্যে ২৬ অক্টোবর ২৪. ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড এবং ৩ নভেম্বর ৫. ৬ ও ৮ নম্বর ওয়ার্ডে সম্মেলন হবে।
বাকি ২৪টি ওয়ার্ডে প্রতি একদিন পর পর দুটি করে সম্মেলন হবে। ৩০টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করে মহানগর আওয়ামী লীগের অধিনস্ত অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে বর্ধিত