২১ নভেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ার থানার উদ্ধেগে পুলিশকে গোপন তথ্য দেয়ার জন্য অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। এ জন্য কয়েকদিন ধরে সাধারন লোকজনকে ওই বক্সে গোপনে তথ্য দেয়ার জন্য মাইকিং করা হয় থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান সর্ব সাধারন জনগনের সুবিধার্থে ডি আই জি মহাদয়ের নির্দেশনার আলোকে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ৫ টি,আগৈলঝাড়া বাজারে ১টি,আগৈলঝাড়া উপজেলায় ১টি,গৈলা বাজারে ১ টি,পয়সারহাট বাজার সহ মোট ৯ টি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। সাধারন লোকজন থানায় এসে সব সময় তাদের অভিযোগগুলো দিতে পারছেন না। তাদের সুবিধার কথা বিবেচনা করে উপজেলার ৫টি ইউনিয়নের গুরুত্বপূর্ন স্থানে গোপনে অভিযোগ দেয়ার জন্য ৯টি জেলা পুলিশের তথ্য অভিযোগ বক্স স্থাপন করা হয়। এই অভিযোগ বক্সে গোপনে যে কাউর বিরুদ্ধে অভিযোগ দেয়ার জন্য শুক্রবার ও আজ শনিবার উপজেলার বিভিন্ন স্থানে থানার এসআই আব্বাস উদ্দিন মাইকিং করেন।এসময় উপস্হিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক বি এম মনির হোসেন। বক্সে দেওয়া অভিযোগগুলো যাচাই-বাজাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।