২১ নভেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা এর আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) এর ঝালকাঠি সরকারি কলেজে ২৪ ডিসেম্বর শনিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, এবংপুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। কর্মশালা চলাকালে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার নির্বাচনী বিধি আলোকপাত করেন। নির্বাচন চলাকালে করণীয়-বর্জনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সহ ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।