২১ নভেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন একদফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী অবরোধের সমর্থনে ২৪ ডিসেম্বর রবিবার ঝালকাঠিতে বিএনপি এবং যুবদল বিক্ষোভ মিছিল করেছে ।
সকাল ৭টায় জেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান এর নেতৃত্বে ঝালকাঠী- বরিশাল আঞ্চলিক মহাসড়কে ষাটপাকিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জেলা যুবদল নেতৃবৃন্দ।
অপরদিকে নলছিটি উপজেলা বিএনপি অবরোধের সমর্থনে সকাল ৮ টায় রায়াপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ কারী নেতাকর্মীরা একতরফা তফসিল বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন, গ্রেফতার হওয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু এবং পৌর-বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর নাছিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ ও চেয়ে বিভিন্ন স্লোগান দেয়।
ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন কর্মসুচীর এসকল তথ্য নিশ্চিত করেন। তিনি জানান ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবী আদায় না হওয়া পর্যন্ত ঝালকাঠি জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন রাজপথে থাকবে ।
এ বিষয় যেভাবে বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সরকার পুলিশ দিয়ে নানা রকম হয়রানি করছে ।আমরা বাড়িতে ঘুমাতে পারছি না প্রতিদিন নেতাকর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। নেতাকর্মীরা প্রচন্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে। লিফলেট বিতরণ করার আমাদের দুই নেতাকে সরকারের আজ্ঞাবহ পুলিশ গ্রেফতার করেছে। সকল রাজনৈতিক নেতাদের মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়ার আহবান জানাচ্ছি। মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। কেন্দ্র থেকে যখন যে ঘোষণা আসবে আমরা তা জীবন বাজি রেখে পালন করে যাব।