২০ নভেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দর্শনা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল করেছেন।
সোমবার সকাল ৬টায় দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার নিবাসী মৃত রফিক উদ্দিন মল্লিকের বড় ছেলে দর্শনা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কেরু এ্যান্ড কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারী মোঃরায়হান উদ্দিন মল্লিক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল৬২ বছর।সে স্ত্রী,দু’ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।বাদ আসর শ্যামপুর সরকারী কবরস্থানে তার ছোট ছেলে জানাজার নামাজের ইমামতি করেন।পরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।জানাজায় সংক্ষিপ্ত আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান মনজু,দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু।