২১ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিকের ও নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাদ মাগরিব হাকিমপুর উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর হিলি পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।
আরও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য সৈয়দ মোস্তাফিজুর রহমান, হাকিমপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী, সাঃ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন লিটন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তৌকির হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে দিনাজপুর-৬ আসনে নৌকা প্রতীক এর বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সেই সাথে ভোটের দিনে ভোট কেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিত নিশ্চিত করতে কাজ করার আহবান জানান।