২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
(ঢাকা,শুক্রবার,১৭ জানুয়ারি ২০২০ খ্রি.)
বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান(৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কৃষিবিদ আব্দুল মান্নান, এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
দুই বারের সংসদ সদস্য বর্ষীয়ান এই নেতা ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দিতে জন্মগ্রহণ করেন।
তিনি সাবেক ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন; এছাড়া একাদশ সংসদের কৃষি মন্ত্রণায় সর্ম্পকিত সংসদিয় কমিটির সদস্য ছিলেন।