২০ নভেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকালে তেঁতুলিয়া উপজেলার আব্দুল হাকিম আব্দুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর মুহাঃ মখলেসুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আনোয়ার শাহাদাত, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মতিন , প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম, শিক্ষক সমিতির সভাপতি মকবুলার রহমান, বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি মতিউর রহমান, মুনিগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন বানু, শাড়িয়ালজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রেজা সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যালয়ের প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে মূল্যায়নের ভিত্তিতে সেরা নাম্বারধারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসাবে নগদ টাকা বিতরণ করা হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা এ বৃত্তি পেয়ে আবেগে আপ্লুত হয়ে শিক্ষকদের ধন্যবাদ জানান।