২১ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি’র কাঠালিয়া উপজেলা বিএনপির একাংশের (শাহজাহান ওমর গ্রুপ) নেতাকর্মীদের দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ ও সংবাদ সম্মেলন করে।
ঝালকাঠি জেলাধীন কাঠালিয়া উপজেলা ঝালকাঠি ১ আসনের আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের (শাহজাহান ওমর গ্রুপ) নেতাকর্মীরা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরের পক্ষে সমর্থন জানিয়ে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে সোমবার বিকালে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আব্দুল জলিল মিয়াজি, সাবেক সভাপতি, উপজেলা বিএনপি, কাঠালিয়া (শাজাহান ওমর গ্রুপ)।
এ সময় জলিল বলেন, আগামী কয়েকদিনের মধ্যে পদত্যাগকৃত নেতাকর্মীরা নৌকার প্রার্থীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করবেন। এছাড়া, তারা আসন্ন সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার ইচ্ছা পোষণ করেন।
উল্লেখ্য, উক্ত সংবাদ সম্মেলনে ৪৫/৫০ নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন আজ যারা কাঠালিয়া বিএনপি’থেকে পদত্যাগ করেছেন বলে সংবাদ সম্মেলন করেছেন আমি কাঠালিয়া উপজেলার বিএনপির সভাপতি ও সেক্রেটারি সাথে আলাপ করেছি তারা বলেছে বিএনপির উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বা অঙ্গ সংগঠনের এরা কেহ জড়িত না। নিজেদের ইমেজ তৈরি করতে তারা বিএনপির নাম ব্যবহার করেছে।