২১ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবককে তিন মাসের কারাদন্ডর আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত সূত্রে জানা গেছে,২১ নবেম্বর মঙ্গলবার সকালে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক ফয়জুল ইসলাম হাওলাদার অভিযান চালিয়ে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সেরাল গ্রামের ইউনুস শিপাহীর ছেলে সাইফুল ইসলাম মাদক সেবনরত অবস্থায় নিজ বাড়ির সামন থেকে গ্রেফতার করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে গিয়ে মাদকসেবী সাইফুল ইসলাম সিপাহীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত সাইফুল শিপাহীকে ২১ নবেম্বর মঙ্গলবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।