২১ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে নাশকতার মামলায় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এনামুল হাসান ওরফে এনাম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর ) দুপুরে বিষয়টি ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম নিশ্চিত করেছেন।
সকাল ১০ টার দিকে সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো.মহিতুল ইসলাম জানান, নাশকতার মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।নাশকতার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।