২১ নভেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক রোববার( ১৯ নভেম্বর)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
সোমবার (২০ নভেম্বর)
তিনি মনোনয়ন ফরম পূরণ করে জমা দেবেন। এদিকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের পূর্বে শনিবার (১৮ নভেম্বর)
বিকালে তিনি মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক এবং
বরিশাল জেলা আওয়ামী লীগের
সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহধর্মীনি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করেন।
এর আগে দুপুর ১২ টায় গোলাম ফারুক বানারীপাড়ার উত্তর নাজিরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার প্রয়াত মমতাময়ী মা আলহাজ্ব রোকেয়া খাতুনের কবর জিয়ারত ও পৌর শহরের বাসায় শয্যাশায়ী অশীতিপর বৃদ্ধ বাবা আলহাজ্ব ডাক্তার মোতাহার উদ্দিনের সঙ্গে দেখা করে তার দোয়া নেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমন ,সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মন্নান মৃধা, সাবেক পৌর কাউন্সিলর মশিউর রহমান কামাল,যুবলীগ নেতা মু. মুন্তাকিম লস্কর কায়েস, স্বপন মাঝি, পৌর কাউন্সিলর সুমন খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন,সাধারণ, সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। ####