২১ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির দুই শীর্ষ নেতাসহ অন্তত ৮ জন বিএনপি সমর্থক আইনজীবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িতে ভোজ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন ছবি ভাইরাল হয়েছে।
রোববার (১২ নভেম্বর) রাতে তার নিজ বাড়িতে ওই মতবিনিময় সভায় সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মন্টু ও সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আলী আজগরসহ বিএনপিপন্থী ৭-৮ জন আইনজীবী অংশ নেন। বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে জেলার রাজনৈতিক অঙ্গনে।
ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িতে ভুরিভোজ করছেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মন্টুসহ শীর্ষ নেতারা। এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, ঘটনার রাতেই ছবিগুলো আমাদের নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যে তারা নেতৃত্ব স্থানে থেকে চলমান আন্দোলনে সম্পৃক্ত না হয়ে আওয়ামী লীগের মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সেখানে গেছেন। এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। আমরা অতিসত্বর তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, বিএনপি যখন মাঠে লড়াই সংগ্রাম করছে। বিএনপি নেতাকর্মীরা যখন ঘরবাড়ি ছেড়ে বনেজঙ্গলে বাস করছে। তখন এসব কতিপয় বিতর্কিত ব্যক্তিদের কারণে মাঠপর্যায়ের কর্মীদের মনোবল নষ্ট হচ্ছে। নেতাকর্মীরা যখন মিথ্যা মামলায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে ঠিক তখন প্রতিমন্ত্রীর সঙ্গে একটেবিলে বসে ভূরিভোজ মেতে উঠে দলের সঙ্গে বেঈমানি করেছেন।