২১ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার কলেজ গেটস্থ ডি বারগ্রিল রেস্টুরেন্টে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম খলিলুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সিনিয়র সহ সভাপতি সাবেক স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ফখরুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল পারভেজ, চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি মোঃ গহর আলী, সদস্য আব্দুর রশিদ হাওলাদার প্রমূখ।
এছাড়াও আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রচার সম্পাদক মরহুম মিজানুর রহমান এবং সহ সভাপতি মুনসুর আহম্মেদ এর সহধর্মিনী মরহুমা জাহানারা বেগম এর আত্মার মাগফেরাত কামনা ও সংগঠনের অসুস্থ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রচার সম্পাদকের শূন্য পদে বরিশাল জেলা কমিটির নির্দেশ মোতাবেক উপজেলা কমিটির প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামের মৃত্যু কাসেম আলী হাওলাদারের পুত্র মোঃ আবুল কালাম কে প্রচার সম্পাদক পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।