২১ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত। আগামী ১৪ নভেম্বর দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। ফেসবুক পোস্টটিতে তিনি লিখেন, ‘আমাদের সেরালস্থ বাসভবনে মেয়র বরিশাল সিটি কর্পোরেশনের আসন্ন দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে আসেন আমার ছোট চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ও চাচাতো ভাই প্রত্যুষ।’
এদিকে এ সময় আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে তার ২ ছেলে সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহকে দেখা গেলেও দেখা যায়নি বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। আগামী ১৪ নভেম্বর মেয়র হিসেবে দায়িত্ব নেবেন খোকন সেরনিয়াবাত। এর আগে গত ৯ নভেম্বর পদত্যাগ করেছেন বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।