২১ নভেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে চলছে হোটেল ব্যবসার আড়ালে মাদক ও দেহব্যবসা! কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একাধিকবার গ্রেপ্তার হলেও থেমে নেই তাদের অনৈতিক কর্মকান্ডের ব্যবসা। এদের টার্গেট স্কুল- কলেজ পড়ুন শিক্ষার্থীদের আটকিয়ে জোরপূর্বক অনৈতিক কাজে লিপ্ত করা। এমন তথ্য সূত্রে কোতয়ালী থানার পুলিশ নগরীর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালানো হয়েছে বলে এই তথ্য নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ওসি ( তদন্ত) কর্মকর্তা আমান উল্লাহ আল বারী। এস আই শিহাব উদ্দিনের নেতৃত্বে , এ এস আই গোলাম কিবরিয়া,এএসআই মাসুম বিল্লাহ, এ এস আই আল মামুন (জুয়েল) ও নারী পুলিশ সদস্য এস আই দোলাসহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ নয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কোতয়ালী থানা পুলিশ।
তিনি জানান, নগরীর পোর্টরোড এলাকার সান, চিল, ঝিনুক এবং পাতারহাট, অন্তরা,ভোলা,উজিরপুর, মনপুরাসহ বেশ কিছু আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত কার্যক্রম চলছে। এমন তথ্য সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লঞ্চঘাট এলাকার মহসিন মার্কেটের ভোলা হোটেল অভিযান চালানো হয়। এসময় হোটেল থেকে দুই নারীসহ সাতজ’ন খোদ্দেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা হলেন, মিঠুন দেবনাথ’ (২৫), পিতা-সুনীল দেবনাথ, মোঃ মনির হোসেন (৩৫), নিজাম হাওলাদার (৩০), পারভেজ (২৫) আঃ আহাদ (২০), ইয়াছিন আকন (২০), সোলায়মান (২৫), বৃষ্টি (২১) তানিয়া (২১) কে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে বিএমপি অধ্যাদেশে বিভিন্ন ধারায় মামলা গ্রহণের পড়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এবিষয় কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান,নগরীতে বেশকিছু হোটেলে অনৈতিক কার্যকালাপ চলছে এমন তথ্য সূত্রে কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং এই অভিযান চলমান থাকবে বলে নিশ্চিত করে।