২০ নভেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর পৌনে ৩ টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার সংলগ্ন জ্যোতি মিলের সামনে মেহেরপুর জেলার রাজনগর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে এজাজ আহমেদ রাজা (২৪) মটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে আসার পথে বিপরীত দিক দিয়ে আসা একটি পাখী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ লাগে।এসময় এজাজ মাথায় আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে নেওয়া হলে
সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত পাখি ভ্যান চালক দামুড়হুদার খা পাড়ার খেদের আলীর ছেলে মুরসালিন(২৫)কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার অবস্থা আশঙ্কাজনক। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।