২০ নভেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দক্ষিণ খানপুরা খান বাড়ির ইটের সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদের কাবিটা প্রকল্পের আওতায় এই ইটের সলিং রাস্তার কাজের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মকিতুর রহমান কিসলু।
এ সময় তার সাথে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক বাবুল আকন, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, স্থানীয় সমাজসেবক মোঃ মোক্তার হোসেন, উপজেলা ছাত্র সমাজের ১ নং যুগ্ম আহবায়ক মোঃ মাইনুল ইসলাম সরদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্র সমাজের সভাপতি মোঃ মাহেদুল ইসলাম মুন্না, রহমতপুর ইউনিয়ন ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ জিহাদ, সিনিয়র সহ সভাপতি মোঃ খালেদ হোসেন, ছাত্র নেতা মোঃ তামিম, মোঃ রাজিব, মোঃ সোহেল সহ স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।