২০ নভেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর নামক স্থানে ২৬মে অক্টোবর(বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটের দিকে অজ্ঞাতনামা একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোঃ সেলিম হাওলাদার(৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহাতের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর সিহিপাশা গ্রামে। নিহতের বাবার নাম আব্দুর রহমান হাওলাদার।নিহতের পরিবার ও রাজৈর থানা হাইওয়ে পুলিশের সূত্র থেকে জানা যায় গতরাত আনুমানিক ১১:৩০মিনিটে দিকে টাঙ্গাইল থেকে বরিশাল আসার পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পরিবারকে খবর দেওয়া হলে পরিবারের লোকজন গিয়ে নিহতের লাশ গ্রহণ করেন।