২০ নভেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে বুধবার ২৫ শে অক্টোবর সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের অভিযানে ৪০ হাজার মিটার জাল ও ৪৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মা ইলিশ তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।
জব্দকৃত জাল সুগন্ধা নদীর কিনারায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযান ২৪ ঘন্টা চলছে। তিনি আরো বলেন আমাদের মোবাইল কোর্টের বোট দেখে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায় তাই তাদের আটক করা সম্ভব হচ্ছে না।
আজকের জব্দকৃত জলের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।