২১ নভেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বামনডাঙ্গা ইউনিয়নে পাঁকা রাস্তার নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা শ্মশান থেকে তমিজের মোড় দিয়ে পীরগাছা উপজেলার কান্দি শ্মশান পর্যন্ত এক কোটি টাকা ব্যয়ে ২ কিলোমিটার পাঁকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল আলম, দহবন্দ ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মুন্সি আমিনুল ইসলাম সাজু, প্রমুখ। উপজেলা এলজিইডির বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজ চলছে।