২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো. রেজুয়ান খান,
আজ ঢাকার বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়। সকাল সাড়ে ৮ টায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল স্মৃতি প্রতিকৃতিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও পার্বত্য সচিব মোঃ মশিউর রহমান এনডিসি। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম, যুগ্মসচিব (উন্নয়ন) মো. হুজুর আলী, যুগ্মসচিব সজল কান্তি বনিক, উপসচিব মালেকা পারভীন, উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ, মন্ত্রীর একান্ত সচিব মো. লিয়াকত আলী খান, উপসচিব মোঃ আলাউদ্দিন চৌধুরী, সচিবের একান্ত সচিব মোঃ শফিকুর আলম উপস্থিত ছিলেন। শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কেক কাটা হয়। পরে সকাল সাড়ে ১১ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।