২০ নভেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮০০০ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ অক্টোবর ) দুপুরে বিরামপুর পৌরশহরের রেল স্টেশন এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর সহকারী পরিচালক মমতাজ বেগম,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উক্ত দোকান মালিকদের কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে- সাহিন টি ষ্টলের-৫০০০ টাকা,খলিল টি ষ্টলের-১০০০ হাজার টাকা ও বেলাল ষ্টোর-২০০০ হাজার টাকা মোট ৮০০০ টাকা জরিমানা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি,বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর ইসমাইল হোসেন,বিরামপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স ও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি বলেন,নিয়মিত বাজার মনিটরিং অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। উক্ত ব্যবসায়িদেরকে সচেতনতা করাসহ তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। তবে বাজার মনিটরিং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।