২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্ক কর্তৃক নারী পুলিশ সদস্যদের ড্রেসরুলস্ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্ক (BPWN) কর্তৃক নারী পুলিশ সদস্যদের ড্রেসরুলস্ সম্পর্কিত কর্মশালা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।উক্ত কর্মশালায় সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এছাড়াও জেলার পুলিশের বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ এ কর্মশালায় অংশ গ্রহন করেন।