২১ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বাল্যবিবাহ রোধ, যক্ষ্মা, মাদকবিরোধী, ডেঙ্গু, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও তথ্য কেন্দ্রের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন -৩৪৮ এর সংসদ সদস্য লুৎফুন নেসা খান (এমপি)।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য অফিসার মোসাঃ শাহনাজ বেগম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফয়সাল মাহমুদ, এয়ারপোর্ট থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ জামাল হোসেন, বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোসাঃ শামীমা ইয়াসমিন, জাতীয় মহিলা সংস্থা বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইয়াসমিন আক্তার প্রমুখ।