২১ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
সম্প্রতি তেলের দাম নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেলের দাম বাড়েও নাই, কমেও নাই। যেরকম ছিল তেমনই আছে। যারা আমাদের ক্যারিয়ার, তাদের কমিশনের ক্ষেত্রে একটা ফর্মুলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, অনেকে গ্যাজেটের প্রথম অংশটা দিয়ে দাবি করছে যে তেলের দাম কমেছে। কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় যে ট্যাক্স যোগ হয়েছে সেটা আর তারা বলছে না।
তিনি আরও বলেন, আমার মনে হয় এ ধরনের গুজবে কান না দেওয়া বেটার। এ বিষয়টি নিয়ে বিপিসির কাছে জিজ্ঞাসা করলেই যে কেউ জানতে পারবে। আমার মনে হয় সাংবাদিক ভাইয়েরাও এটা নিয়ে কথা বলতে পারেন। এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নাই।