২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং খেলনা সামগ্রী উপহার দিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. মিজানুর রহমান। বৃহস্পতিবার ১৪ই সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় তিনি বিদ্যালয় পরিদর্শন করেন এবং কাঠালিয়া উপজেলার শেষ কর্ম দিবসকে স্মরনীয় রাখতে ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে খেলনা সামগ্রী তুলে দেন। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহীদুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, সহকারী শিক্ষক মোসা. ফাতিমা আক্তার, সঞ্জিতা রানীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।