২১ নভেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌর শহরের ৩ নং ওয়ার্ড কৃষ্ণকাঠি এলাকার কুতুব নগর আযীযিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেল পাঁচটায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)।
সমাবেশে সভাপতিত্ব করেন তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ্ জাহান সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম সভাপতি ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির জেলা পরিষদ চেয়ারম্যান ঝালকাঠি, আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌর মেয়র।
মো: মাহবুব হোসেন সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
এছাড়া আওয়ামী লীগ ,যুবলীগ ,মহিলা লীগ ,ছাত্রলীগ ,সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতেই কুতুব নগর আজিজিয়া আলিম মাদ্রাসার চতুর্থ তলা বিশিষ্ট চার কোটি টাকা ব্যয়ে নুতন একাডেমী ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন ও দোয়া মোনাজাত করেন।
সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন (আমু) এমপি বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান।