২১ নভেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে খাল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামের খাল থেকে তামান্না আক্তার(১৬) এর লাশ উদ্ধার করা হয়। সে জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও মধ্য রাকুদিয়া গ্রামের বারেক তামিদারের মেয়ে।
বুধবার সকাল ৮টার দিকে স্কুলছাত্রী তামান্না আক্তার ঘুম থেকে উঠে ঘরের পিছনের খালে হাত মুখ ধোয়ার জন্য গেলে পানিতে পরে নিখোঁজ হন।পরে অনেক খোজাখুজি করে সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থল থেকে পশ্চিম দিকে ৫০ গজ দুরত্বে জাল টেনে স্থানীয় লোকজন ডুবন্ত মৃত অবস্থায় উদ্ধার করেন।
খবর শুনে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ থেকে অনুমতি আনায় এবং স্কুল ছাত্রীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং পরিবারের মাঝে চলছে শোকের মাতম।