২১ নভেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরে পেতে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে তালের বীজ রোপন শুরু হয়েছে।
কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের রোকন মেম্বার সড়কে ৮ শত তালের বীজ রোপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের রোকন মেম্বার সড়কে সাফিয়া জাব্বার ফাউন্ডেশন এর উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাফিয়া জাব্বার ফাউন্ডেশন এর চেয়ারম্যান এ্যাড. এম মোছাদ্দেক বিল্লাহ।
এ্যাড.এম মোছাদ্দেক বিল্লাহ বলেন, বজ্রপাত প্রতিরোধ, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য এবং সৌন্দর্য বর্ধনে তাল গাছ অতুলনীয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ রেখে যাওয়াই আমাদের দায়িত্ব। তাই সাফিয়া জাব্বার ফাউন্ডেশন এর উদ্যোগে ৮ শত তালের বীজ রোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ জহিরুল ইমন, মোঃ ফাহিম আদনান, মোঃ আসাদুল্লাহ আসাদ, মোঃ রাজু হোসাইন, মোঃ রাসেল সরদার, মোঃ মিলন সরদার, মোঃ নজরুল হাওলাদার, মোঃ জাকির হোসেন, মোঃ বেলাল সরদার, মোঃ রাকিব সরদার, মোঃ শাহিন হাওলাদার প্রমূখ।