২১ নভেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠি পৌরশহরের পশ্চিম চাদকাঠি এলাকার মো:শরীফ হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান (৫০) কে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুরে ৩০ শে আগস্ট বুধবার সকালে ঝালকাঠি জেলা কারাগার থেকে জেলা পুলিশ লাইনের একটি টীম মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি নং: ৫৫০৩/এ স্থানান্তর করছে।
উল্লেখ্য তিনি ২০০৬ সালে সাংসারিক কলহের জেরে নিজ স্ত্রীর গর্ভে থাকা সন্তানসহ স্ত্রীকে হত্যা করেন। স্ত্রীর বাড়ি ছিলো নড়াইলে। তারা দুজন একসাথে গার্মেন্টসে চাকুরী করতো। গার্মেন্টসে চাকুরীরত থাকাকালীন তাদের দু’জনের মধ্যে প্রেম হয় এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলো। কিন্তু বিবাহের ২মাসের মধ্যেই সাংসারিক কলহের জেরে এই হত্যাকান্ড চালিয়েছেন ফাঁসির দন্ড প্রাপ্ত আসামি মিজানুর রহমান।