২১ নভেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ আধুনিক শিক্ষা ব্যবস্থার সকল সুযোগ সুবিধা নিয়ে চলতি বছরের জানুয়ারীতে উদ্ধোধনের মধ্যেদিয়ে শুরু হওয়া মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে এবার অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন উত্তরা রাজউক মডেল কলেজের ভাইস-প্রিন্সিপাল মোঃ কামরুজ্জামান।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জে অবস্থিত মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ হিসেবে যোগদান করলে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মাস্টাররমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফসানা জাহান মীম,বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শাহজাহান খান,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহেআলমসহ শিক্ষার্থীরা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান বলেন, আমি আশাবাদী মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলটি যিনি প্রতিষ্ঠা করছেন তার স্বপ্ন ও কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমি বদ্ধপরিকর।