২১ নভেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষরা।
রোববার (২০ আগস্ট) বেলা ১১ টায় হিলি চারমাথায় এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক একাডেমি অফিসার সাখাওয়াত হোসেন।হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, টিসিবি’র ডিলার আলমগীর হোসেন আলম উপস্থিত ছিলেন।
এ সময় সংশ্লিষ্টরা জানান, এবার হাকিমপুর উপজেলার ১০ হাজার ৫ শ ৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা দরে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল বিতরণ করা হবে।