২১ নভেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা ২০২৩ পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থিদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় উপজেলার ফেরদৌস আলী খান মডেল স্কুল এ্যান্ড কলেজ হলরুমে ফেরদৌস আলী খান মডেল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে উপজেলার ১৪ টি প্রতিষ্ঠানের মোট ১০২ জন জিপিএ-৫ পাওয়া মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস ও নগদ অর্থ দিয়ে সংবর্ধনা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার মাসুদ আলী খান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া, ফেরদৌস আলী স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ফেরদৌস আলী খানসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।