২১ নভেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে আরো ৬২টি ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ২২ হাজার ১০১ টি পরিবার কে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে এ ঘর ও জমি হস্তান্তর করা হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।
বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল,
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ অলিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাসরীন জোবায়দা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমুসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের মোট ১৯২ টা ঘরের মধ্যে ৬২ টি ঘর হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে বাবুগঞ্জ উপজেলার ৪৬৬ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে বাবুগঞ্জে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে মোট ৪৬৬ টি পরিবার জমিসহ গৃহ পেয়েছেন। তারই ধারাবাহিকতায় গত ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাবুগঞ্জ উপজেলা কে ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ কে একটি আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়তে বাবুগঞ্জের সকলের সহযোগিতা কামনা করেন।